STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

3  

Nikhil Mitra Thakur

Classics

জাস্টিস ফর আর জি কর

জাস্টিস ফর আর জি কর

1 min
113

একটা নাম তারও ছিল,দিয়েছিল বাবা মা

আদর করে ডাকতো সেই নামে।

হারিয়ে পৈতৃক নাম,আর জন্মভূমির ধাম


হল সে অভয়া, নির্ভয়া,তিলোত্তমা।

দিল সে অন্যায় কাজে প্রতিবাদের মাশুল

করেনি সে কোনো ভুল,তবু হলো চক্ষুশূল।

হয়ে তাদের পাশবিক নির্যাতনের শিকার

আধিকারিক যাদের আছে মনের বিকার।

করলো তারা ইচ্ছে করে সব প্রমাণ লোপাট


হাট করে খুলে দিয়ে ওই অকুস্থলের কপাট।


নিয়ম ভেঙে পোস্টমর্টেম করলো সাঁঝ বেলা


বাবা মায়ের সঙ্গে সে এক লুকোচুরি খেলা।


আত্মীয় সেজে পুড়িয়ে দিল শবদেহ তাড়াতাড়ি


দেখল জনগন পুলিশের কতোই না বাড়াবাড়ি।


রাগে ক্ষোভে ঘৃণায় জনগণ গড়লো আন্দোলন


পাল্টে গেল কাউকে শ্রীখন্ডী করার সমীকরণ।


কিছু আসল দোষী হলো তাই এবার গ্রেফতার


বাকি যারা আছে বাইরে পায় না যেন নিস্তার।


তাই তো জনগণ করছে আন্দোলন লাগাতার


সাথে আছে সারা বিশ্ব আর জুনিয়র ডাক্তার।


এখনও কুচক্রীর দল চেষ্টা করে যাচ্ছে নিরন্তর


তাই আরো জোরে উঠুক আওয়াজ

"জাস্টিস ফর আর জি কর"।


Rate this content
Log in

Similar bengali poem from Classics