STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

জাদু-দণ্ড 🍁

জাদু-দণ্ড 🍁

1 min
314

সবাই মিলে জাদু-দণ্ড

দিচ্ছিল গুঁজে

হলুদ জানলার ফাঁকে

ইঁট বার করা সিঁড়ির খাঁজে

নির্জলা টিউবওয়েলের ভাঁজে।


তিন চারটে শিশু খেলছিল

তিন চারটে পতাকা নিয়ে

কোনোটা লাল ,কোনোটা নীল বা সবুজ, রামধনু রঙের,

আজ জাদু করার দিন।

সব যাবে বদলে

বদলে যাবে দিন-ক্ষণ-মাস, আরও কতো কি!


ওরা হাসছিল

খেলছিল উড়ুক্কু মজায় 

ছোট ছোট পায়ে...

ইলেকট্রিক তারে বসে একটা বুড়ো কাক

দেখছিল ওদের ঘোলাটে চোখের তারায়,

ভাবছিল, বুঝি জাদুর খেলা ।


হঠাৎ সে দেখে একটা শিশু

খেলাচ্ছলে উপড়ে নিল জাদুর ধ্বজা

ছিঁড়ে ফালা করে উড়িয়ে দিল আকাশে

যেন উড়ে গেল পাখি,

ছেড়ে সামাজিক খাঁচা।


এমন জাদু কেউ দেখেনি কোনোদিন,

হঠাৎই অন্য শিশুরাও এলো ছুটে

ছিঁড়ে খুঁড়ে দিল এ ওর পতাকা

টুকরো টুকরো হয়ে 

ছড়িয়ে গেল শৈশব

গলির পাথর-বুকে।


বুড়ো কাক তখনও দেখে গেল,

ভাবে কি অদ্ভুত!

জাদুর পতাকা খসে 

দণ্ডগুলো কাঁপে থরথর

শিশুদের লোহার হাতে।


বুড়ো কাক তখন যেন 

উদাসীন দর্শক, সত্যিই 

ঘটলো এক জাদু,

সমাজ, সম্পর্ক গেল বদলে,

ধূলোখেলার ছলে

ওরা যে তখন রক্তের হোলি খেলে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract