ইস্কুল
ইস্কুল


ইংরেজিতে বানান আলাদা হলেও জেনেই বলতাম ভুল,
আমাদের ছোটবেলার এক অখন্ডনিয় অংশ, নাম ইস্কুল।
মা বাবার বকুনিতে অনেক কষ্টে ভোরে উঠতাম,
ঝটফট রেডি হয়ে, গাড়ি কাকুর হর্নের অপেক্ষা করতাম।
গাড়িতে উঠেই আগে প্রিয় বন্ধুর জন্য পাশের সিট রাখা,
নাম না জানা গল্পেই চলতো গাড়ি কাকুর চাকা।
ক্লাসে পড়া ধরার জন্য স্যার রেডি হচ্ছে যখনি,
ফিসফিস করে খবর নিতাম কে কে পড়া করে আসেনি।
না পেরে যখনই স্যার দিতো বের করে,
সময় ফুরোতো একনিমেশেই, হাসি ঠাট্টার আসরে।
বুক ক্রিকেট, পেন ফাইটিং এ অফ পিরিয়ড কাটতো,
নানান ভাবের নানান গল্পে দিন টা মজে উঠতো।
টিফিনের ঘন্টা পড়তে না পড়তেই গেটের তরে ছুটটাম,
আলুকাবলি, ঝালমুড়ি দিয়েই পিকনিক করে খেতাম।
অনেকদিন পেরিয়ে এসেছি এই স্বর্ণযুগ কাটিয়ে,
ইচ্ছে হলেও পারবোনা কাটাতে সেই দিন গুলোকে ফিরিয়ে।
বড়ো হয়েছি, বলতে শিখেছি স্কুল,
কিন্তু সেই দিন নেই যখন ঠিক জেনেও বলতাম ইস্কুল।