ইচ্ছেটা তখন হয়েছিল।
ইচ্ছেটা তখন হয়েছিল।


ইচ্ছেটা তখন হয়েছিল।আমার বয়স যখন পাঁচ বা সাত,
ইচ্ছে হলো একটা পাহাড় কেনার।
গেলাম ছুটে পাহাড়ের কাছে,
পাহাড় স্থির হয়ে দাঁড়িয়ে আছে;
বলছে মৌন হয়ে, কোন অজুহাত নেই আমার।
আমি ভাবলাম কি দেবো পাহাড়কে বিনিময়ে,
আমার তো আছে একটাই মাত্র সাগর।
নদীগুলো মিশবে কোথায়?
ডলফিনগুলো খেলবে কোথায়?
তাই, পাহাড় না কিনে হাঁটতে থাকলাম পিছন ফিরে।
পাহাড় হাঁটতে থাকে পাশে পাশে দূর বহু দূর------
ছড়িয়ে নিজের নানান রূপ।
আমি বললাম, পাহাড় তুমি ফিরে যাও, পাহারা দাও।
পাহাড় এসে গেল আমার সাথে বিশাখাপত্তনমে;
যেখানে আমি থাকতাম সাগর নিয়ে;
পাহাড়, আর সাগর মিশে গেল এক আকাশের নিচে।
কত প্রেম তাদের, নয়ন জুড়ালো আমার;
ওদের কাউকে একা পাওয়ার,
ইচ্ছেটা তখন হয়েছিল বটে, এখন আর নাই।