ইচ্ছা করে জীবনকে ভালোবাসতে
ইচ্ছা করে জীবনকে ভালোবাসতে


মন খারাপগুলি বড় একঘেয়ে হয়ে গিয়েছে।
প্রতিদিনের মৃত্যু ভালো লাগেনা আর।
ইচ্ছা করে একমুঠো সুখ কুড়িয়ে উপহার দিই, আমার বিষাদগ্রস্ত মনকে।
জানি ডানা নেই তাই মুক্ত বিহঙ্গ হব না।
তবু দু‘হাতে খোলা আকাশটাকে জড়িয়ে,
ভালোবাসতে ইচ্ছা করে একবার।
নদীর বুকে কান পেতে,
শুনতে ইচ্ছা করে নদীর কলতান।
ঠান্ডা হাওয়ায় সবুজ পাতার মর্মরধ্বনিতে,
ফুলের বনে মৌমাছির গুঞ্জনে,
গুঞ্জরিত হতে ইচ্ছা করে।
বৃষ্টিতে নতুন করে ভিজতে ইচ্ছা করে।
মরতে নয়, ইচ্ছা করে নতুন করে বাঁচতে।
ইচ্ছা করে জীবনকে আবার ভালবাসতে।