STORYMIRROR

Saibal Ray

Abstract Tragedy Inspirational

3  

Saibal Ray

Abstract Tragedy Inspirational

হয়তো

হয়তো

1 min
195

মনের মধ্যে অনর্গল প্রশ্নোত্তর। 

ধূসর আকাশ তারাহীন।

আঁকাবাঁকা রাস্তা হারিয়ে যায় দিগন্তে। 

গন্তব্য ঠিকানাহীন। 

দূরে বহুদূরে গান গায় বসন্তের কোকিল। 

আবছা শব্দ ভেসে আসে শহুরে হাওয়ায়। 

হঠাৎই প্রাণে বাজে গান। 

আবার হারিয়ে যায় ভিড়ের কোলাহলে। 

অস্পষ্ট সুর চর্কির মত পাক খায় বুকের মাঝে। 

অলীকপুরের মায়া হারিয়ে যায় ক্রমশ। 

বাস্তবের কুঠারাঘাতে রক্তাক্ত স্বপ্ন। 

অনেক দিন লেখা হয় না প্রেমের কবিতা। 

ভালোবাসা ভীর্মি খেয়ে পড়ে পদতলে। 

ধূসর আকাশ। নেই সূর্য, নেই তারা, নেই চাঁদ। 

গন্ধহীন কাগজের ফুল। 

একছুটে প্রাণ যেতে চায় বকুলগাছতলায়। 

কিন্তু যাওয়া হয় না হায়। 

স্মৃতিগুলো হারিয়ে যায় ক্রমশ। 

উদ্বাস্তু মন স্থির হতে চায়। 

ধূসর নদীর জল বয়ে যায় দিগন্তে। 

বহুদূরে কোকিল ডাকে বসন্তে। 

আবছা আলো, আবছা সুর ভেসে বেড়ায় শহরে। 

একদিন মেঘ কেটে যাবে। 

ধূসর আকাশ পরিস্কার হবে। 

উদ্বাস্তু মন স্থির হবে। হয়তো। 

     


Rate this content
Log in

Similar bengali poem from Abstract