হৃদয়ের বন্ধু
হৃদয়ের বন্ধু


প্রথম দেখা হয়েছিল প্রাইভেট টিউশানে
একটা পেনের হাত ধরে হয়েছিল প্রথম পরিচয়
রুক্ষ শুষ্ক জীবনে এলো প্রথম আন্তরিকতার পরশ ।
শুরুর দিনগুলো ছিল নিয়মের বেড়াজালে আবদ্ধ
প্রথম সিগারেটের টান একসাথে , পাশাপাশি
বাড়ির বাইরের প্রথম আত্মীয় ছিলিস তুই ।
কোনও এক নিঝুম বিকেলে মাঠের ধারে বসে
তোর হাত ধরে ডুয়েটে গেয়ে উঠেছিলাম –
‘ ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে........’ ।
আমাদের অসময়ের দ্রুত শৃঙ্খলমুক্তি ঘটেছিল
বন্ধুত্বের অহঙ্কারে অহংকারী ছিলাম আমরা
কৈশোরের বিদায় উৎসবে মেতে ছিলাম আমরা ।
সময়ের অগ্রগতির সাথে বহমান বন্ধুত্বের প্রাচুর্য
মিলিয়ে যায়নি আগের আন্তরিকতা , সেই মাধুর্য
একসাথে পথ চলাটা অভ্যস্ত হয়ে উঠেছিল ।
বজ্রের নিদারুণ কষাঘাত , মুহূর্তে ছন্দপতন
অন্তরের ক্রন্দনরোল , হৃদয়হারা অব্যক্ত যন্ত্রণা
‘ জানে নেহি দেঙ্গে তুঝে , জানে তুঝে দেঙ্গে নেহি........’