STORYMIRROR

Smarajit Datta

Romance Others

3  

Smarajit Datta

Romance Others

হৃদয় জুড়েই তুমি স্মরজিৎ দত্ত

হৃদয় জুড়েই তুমি স্মরজিৎ দত্ত

1 min
201


হৃদয় জুড়ে তুমি আছো ছিলে থাকবে।

কোন এক বসন্তের বিকেলে,

নিলামে তুলে দিয়েছিলাম 

আমার এই হৃদয় বাগানকে।


সেদিন অনেকে এসেছিল,

সুট বুট পরা সাহেব, আবার 

আবার লিপস্টিক পরা চোখে 

গগলস এটে জেট কায়দায় 

 পদ চালনা চালিয়ে এসেছিল,

 এসেছিল অনেক মেয়ে।

 আমি বসেছিলেম বাগানের দক্ষিণ কোণে

 আরামকেদারায় শায়িত অবস্থায়

 আকাশের দিকে তাকিয়ে।


 তুমি এসেছিলে পড়ন্ত বিকেলে

 পরনে ঢাকাই শাড়ি কপালে ছিল সিঁদুর।

 সোজা হেঁটে এসেছিলে দক্ষিণ কোণে;

 উদার কন্ঠে বলেছিলে, বাগান আমি কিনতে চাই।

 তবে এ বাগান কিনবো পয়সার বিনিময়ে নয়,

 হৃদয়কানন দিয়ে কি আরেকটি হৃদয়কানন কেনা যায় না?

 শায়িত আমি মুখ তুলে তোমার,

 তোমার মুখে তাকিয়ে বলেছিলেম হ্যাঁ যায়।

 বলেছিলেম হৃদয় দিয়েইতো হৃদয় কেনা সম্ভব।

 আর তুমি এসেছো আবার ফিরে, তোমায় বেচবো এই হৃদয় বাগান হৃদয় দিয়েই।

 তারপর সেই দিন আমরা দুজনেই হৃদয় দিয়ে হৃদয় তুলে

 একে অপরের হাতে তুলে দিয়েছিলেম আমাদের হৃদয় বাগানকে।


 বাইরে বড় বোর্ডে লিখে দিয়েছিলেম তাতে,

 এ বাগানের ভার নিয়েছে অন্যজন

 এর নাম হৃদয় কানন।

 আর আমরা আছি বাগানের দক্ষিণ কোণে

 একজন কামিনী অন্যজন মালতি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance