হৃদয়বাণ
হৃদয়বাণ
হে ঈশ্বরের দূত বারংবার পৃথিবীতে বিরাজিত
ঈশ্বর দূত তুমি কে সি দাস দরদি, মহান হৃদয়
নাম আমার মৃন্ময় দাস থাকি যেথা গ্ৰাম গঞ্জে
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পাড়ি কলকাতায়
বন্ধুর বিয়েতে এলাম বাড়ি সঙ্গে বন্ধু মহলে
কর্ম ধর্ম বিবেকত্বের টানাপড়নে পেটের ব্যাথায়
গ্ৰাম গঞ্জের বদ্যিরা সবাই দিলেন কিছু বড়ি
সমাধানের পরিবর্তন হলো কি চিকিৎসায়?
পড়ি কি মরি পেটের যন্ত্রনায় জীবন যায় চলে
জীবনের আলো পেতে হাসপাতালের বিছানায়
ফিরে গেলাম বাড়ী হলো না কোনো কিছুই আমার
এবার হয়তো ভেলোর কিংবা ব্যাঙ্গালোর ছত্রছায়ায়
দূর্ভাগ্য! হলোনা প্নেন চড়া ,ফিরে এলাম ডিসানে
ভালোই ছিলাম মিত্র মায়ার চিকিৎসা পরিসেবায়
গড়িয়াতে ছিলাম। আবার হলো পেটের জ্বালা বমি
বন্ধুরা সব হন্ত দন্ত আবার ডিসানের সজ্জ্বায়
হলো না কোন কিছুই হলাম আমি পাঁঠার বলি!
ঘটি বাটি সবই নিল ডিসান, বাঁচার উপায়?
বেলাদা থেকে শুভানুধ্যায়ী দিলেন ঠিকানা
পাড়ি দিলাম ভুবনেশ্বর, রাজধানী ওডিসায়
প্রফেসর কে সি দাস এম ডি গ্যাসট্রোতে
উনার দৃশাতায় ছিলাম আমি মস্তি মজায়
ছয় মাসের আশেপাশে বিরিয়ানির ভক্ষন
পেটের ব্যাথা বমি নিয়ে ভর্তি উলুবেড়িয়ায়!
হলো না কিছুই আবার ডাঃ কে সি দাসে
আবার আমি ভর্তি অ্যাপেলোয় ,শনির দশায়
পড়লো ধরা, হলাম আমি চিন্তা গ্ৰস্থ রোগী
এখন আছি আমি হাসপাতালের বিছানায়
সংক্ষিপ্ত।
