STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

হৃদমাঝারে

হৃদমাঝারে

1 min
186

যখন আমার মনের ওপর দিয়ে বইবে

গ্রীষ্মের তীব্র দাবদাহের মত অভিমান,

তখন তুমি শীতের হিমেল হাওয়া হয়ে 

শান্ত করো এই মন প্রান।

যখন বর্ষার মত প্রবল অশ্রু বর্ষন হবে 

আমার দুই নয়ন জুড়ে,

তখন তুমি বসন্তের পলাশ হয়ে ফুটো 

আমার ভালোবাসার মন মন্দিরে।

যখন তুষারকালে মন সন্দেহের 

বেড়াজালে আবদ্ধ হয়ে হবে 

বারবার দিকভ্রান্ত,

তখন বসন্তের কোকিলের মত মিষ্টি সুর

তুলে তুমি মনকে করো শান্ত।

যখন আঘাতের তীব্র দহনে মন 

বাগানের সমস্ত ফুল যাবে দাবানলের 

আগুনে পুড়ে,

তখন তুমি বর্ষার প্রথম বৃষ্টি হয়ে ঝড়ে

পড়ো আমার অন্তর জুড়ে।

যখন সমস্ত মান অভিমানের মেঘ

কেটে গিয়ে মন আকাশ হবে শরৎ এর 

পেজা তুলোর মত,

তখন তুমি মন ময়ূরী হয়ে পেখম 

তুলে নেচো।

যখন তোমার আমার মিলনে পরমা

প্রকৃতি একসঙ্গে উঠবে সেজে, 

ভালোবাসার বীজ হবে নতুন করে অঙ্কুরিত।

তখন তুমি জন্ম জন্মান্তরের জন‍্য 

দোসর হয়ে আমার হৃদমাঝারে থেকো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance