হলুদ পিয়া
হলুদ পিয়া

1 min

169
ও আমার হলুদ সর্ষে ক্ষেত,
তুই হাসলো বলে পিয়া এলো,
রঙে রঙে প্রজাপতি;
চল না দুমুঠ নিয়ে হারিয়ে যাই।
পথ ছাড়িয়ে ইছামতি।
চলো সেই প্রথম প্রেমে,
সেই বুক ঢিব ঢিব আড়চোখে।
আকাশ মেঘের সাথে আলিঙ্গণ।
মন তাজমহলের স্বপ্ন দ্যাখে।
ইষ্টিকুটুম ডেকেই যায়,
কোকিলের ও নেই ক্লান্তি।
পথ ছাড়িয়ে হলুদ পিয়া,
সন্ধেতে ভাওইয়া গানে মন দেয়া,
ও আমার হলুদ সর্ষে ক্ষেত।
তোর রঙে মন মাখামাখি,
চেয়ে পথ আমার আঁখি।
তোকে রাখি বুকের মাঝে ধরে,
আমার এ জীবন জন্মান্তরে।
ও আমার হলুদ সর্ষে ক্ষেত।