হীরক রাজার দেশে
হীরক রাজার দেশে
১৯৮০ তে মানিক বাবু দিয়েছিলেন এই উপহার,
অগুন্তি বার উপভোগে কেটেছে ছোটবেলা সবার।
তার এই অদ্ভুত রচনায় আছে অনেক হাস্য কথিত লাইন,
তার সবচেয়ে বড় আবিষ্কার গুপী গাইন আর বাঘা বাইন।
তাদের সুরে জলজ্যান্ত কে নির্জীব হতে দেখেছি,
একবার জীবনে সবাই "ভুতের রাজা দিলো বর" গেয়েছি।
রাগী মেজাজের রাজা কে পেতো সবাই ভয়,
তাদের সাথে আমরাও বলেছি "হীরক এর রাজার জয়"।
গবেষক আর রাজার মধ্যে ছিল এক অদ্ভুত সম্বন্ধ,
আমরাও চেষ্টা করেছি আর বলেছি কথা, মিলিয়ে ছন্দ।
মাস্টারমশাই উদয়ন শিখিয়েছিলেন অর্জন করতে তার হারানো মান সম্মান,
তার সাথে আমরাও গলা মিলিয়ে চেঁচিয়েছিলাম
"দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান"।
এই অদ্ভুত কৃতিত্ব কে কোনোদিন কি ভোলা যায়?
যার সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়।