হাতছানি
হাতছানি


জীবনের বোঝা চাপিয়ে,
লাগছে আজ ভীষণ ভারী,
তবু যাবো মৃত্যুকে ছাপিয়ে,
তাই এ বিশাল সমুদ্র পাড়ি।
সারি সারি স্বপ্নের জাল,
খুঁজি নিতে হবে সেসব মানে।
ভাঙ্গা হালে তাই তুলি পাল,
ওপারের স্বর্গবাসের টানে।
ডুবি ডুবি করে তবু ভাসা,
বেঁচে আছি কিসের জোরে,
একি জীবনের প্রতি ভালবাসা,
নাকি তরী বাই মায়ার ঘোরে।
অট্টহাসি হাসে মহাকাল,
স্বপ্নের প্রহেলিকা ঝড় তোলে,
চেপে ধরে থাকি ভাঙ্গা হাল,
সমুদ্রমাঝে ছোট্ট নৌকা দোলে।