হালুম
হালুম


শিকার পড়লে চোখে টানা তিন দিন
অপেক্ষা করতে পারে ওত্ পেতে বাঘ
তার পরে গুটিগুটি হঠাৎ ঝপাং
যেটাকে টার্গেট করে, সেটাকেই ধরে।
আর, এই আপনারা? গন্ধ যদি পান
কোনটা ক্যানিং আর কোনটা সিঙ্গুর
একাকার হয়ে যায় সুতানুটি গ্রাম
আশপাশ না দেখেই জালটা গোটান।
রে রে করে তেড়ে আসে তড়িঘড়ি সব
জড়ো হয় লাঠি-সোঁটা, ভাড়া করা লোক
এ চালায় ছুরি আর ও চালায় গুলি
একে অপরের নামে করে দোষারোপ।
ঝপাঝপ ছবি ওঠে চ্যানেলে চ্যানেলে
মুখোমুখি দুই দল কত মাতব্বর
তার ফাঁকে এক কোণে জুলজুল চোখে
বাঘ শুধু বলে--- আরে, কোথায় এলাম!