গৃহদাহ
গৃহদাহ


অন্ধকারের অনেক বিন্দু আজ
রাস্তায় বেরিয়েছে।
তারা কখনও বীণা বাজায়নি
কোনোদিন বাজাতেও দেখেনি
তাদের হাতে ভাতের হাঁড়ি বাজে
তাদের হাতে শঙ্খ ভাঙার শব্দ হয়
কখনও আকাশ কঁকিয়ে ওঠে
কখনও পায়ের মাটি নিবিড় শূণ্যে
একা
এখন রাতদিন শুধু শব্দজব্দ খেলা।।
কারও মুখে মাস্ক
কারও খোলামকুচি
উপর থেকেও শব্দাবলী পাথর গোঁড়াতে থাকে।।