STORYMIRROR

Sampa Maji

Inspirational

3  

Sampa Maji

Inspirational

গৃহবন্দী

গৃহবন্দী

1 min
568


আমরা ভারতবাসী আজ কেউ বাড়ি থেকে বেরোব না,

যাকে চিনি না জানি না যাকে নিজের চোখে দেখি না।

সেই ভয়ঙ্কর মায়াবি সর্বনাশী রাক্ষসীর ভয়ে ,

আজ আমরা নিজেরাই নিজেদের করেছি গৃহবন্দী।

শুনেছি ওই মায়াবি সারাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে,

হাজার হাজার মানুষ কে করেছে নিজের গ্রাস।

ওর মৃত্যু নেই শুধুই আছে বংশ বিস্তার,

কিন্তু আমার ভারতবাসী ওকে বারতে দেবো না।

আমরা সবাই একজোট হয়ে নিজেকে একলা করে,

ওই ভয়ঙ্কর মায়াবিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

সমস্ত বিবাদ গ্লানি ভুলে সবাই সবার পাসের থাকবো,

আমরা যে ভারতবাসী দেশের সাথে দেশবাসীকে ও ভালো বাসী।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational