গর্ভিণী
গর্ভিণী


প্রহর গুনছি আমি তুই আসবি বলে -
এই সোনা রোদ্দুরে, মেঘের হাত ধরে
শিশির ভেজা পায়ে, শীতের চাদর গায়ে।.
তুই আসবি বলে।
কল্পনার রগে, আমার সকল আশা জাগে
প্রবল ঝড়ের রাতে,বিদ্যুতের ঝলকানিতে
তুই আসবি বলে।
সুর যখন ফুরিয়ে আসে,
মেঘলা আকাশ মন ভার হয়ে আসে
তখন তোর পায়ের ধ্বনি শুনতে পাই
অজানা দোলায় তোর আশাতে হারিয়ে যাই।
রাঙামাটির দেশ জুড়ে,
সমুদ্দুরের গভীর হতে-
আসবি তুই,
শান্ত হিমালয় থেকে-
গলা জড়িয়ে আমার সাথে।
আসবি আমার কোলজুড়ে,
পলাশ ফুলের লাল সুরে:
আপনাকে আমি দেখতে পাই তুই যে আমার সত্ত্বা তাই।
প্রহর গুনছি আমি তুই আসবি বলে
প্রহর গুনছি আমি তুই মা বলে ডাকবি বলে।