গোড়ায় গলদ
গোড়ায় গলদ
আমি না কি অকর্মন্য, বেমানান এই যুগে;
তাল মিলিয়ে চলতে শিখিনি, টিটকারি দেয় লোকে।
বরাবরই ভালো মানুষ, মেনেই চলি নীতি;
উপহাসের পাত্র হলাম, বাড়লো ভয়-ভীতি।
ছোট থেকেই বাবা-মায়ের কঠোর নিয়ম মেনে,
ভালো ছেলের তকমা নিয়ে কাটিয়ে দিলাম দিনে।
লক্ষ্য ছিল লেখাপড়ায় পুষ্ট ফলের আশা,
বাবার ছিল আমায় নিয়ে অনেক প্রত্যাশা।
স্বপ্ন তাদের সফল হলো, পড়াশোনার শেষে
চাকুরী পেলাম ছা পোষা এক কেরানীরই বেশে।
বেশ তো চলে সংসার, তবু মনের কোণায় ব্যথা;
সংসারটা বাড়লে কি আর সহজ হবে প্রথা ?
সারাটা দিন চিন্তায় কাটে, উথাল মনেতে ঢেউ;
মধ্যবিত্তের কষ্টের ভাগী হবে না আর কেউ।
শুরু হলো কষ্টের দিন, কোনোমতে দিন কাটে;
নিজেরে করি দোষের ভাগী, বুদ্ধি তো নেই ঘটে।
পড়াশোনায় মন না দিয়ে, যদি পারতাম আমি
মেনে নিতাম রাজনীতিকে জীবনের চেয়ে দামি;
ধনীর চেয়েও ধনী হতাম বুদ্ধির কৌশলে,
বাড়ি, গাড়ি, টাকা-পয়সা অঢেল কেমন মেলে।
বিরাট আমি ভুল করেছি জীবনের ওই বাঁকে,
হাবুডুবু খাচ্ছি এখন সংসারেরই পাঁকে।
