Prosenjit Chattterji

Drama

3  

Prosenjit Chattterji

Drama

গাছটার নাম কল্পতরু

গাছটার নাম কল্পতরু

1 min
2.3K


রঙের কথায় রঙ্গিন হলো আসর,

ফুলের কথায় জুঁই মালতী গোলাপ,

প্রেমের কথায় বসেছে আজ বাসর,

এ নয় কোন পাগল কবির প্রলাপ I


চারিদিকে নানান ফুলের মধুর গন্ধ,

মনলোকে আমরা পেলাম সর্বস্ব,

হঠাৎ শশ্মান ভেবে পোড়া পোড়া গন্ধ ,

সবকিছু হলো নিমেষে ছাইভস্ম I


যখন কল্পতরু গাছের নিচে ঠাঁই ,

তখন যেমন মজা তেমনি তার সাজা,

মানুষ সেখানে মনের ভুলে ছাই,

ফকির আবার ইচ্ছে করলে মহারাজা I


Rate this content
Log in

Similar bengali poem from Drama