একটি ওয়েবসাইটের নীরবতা
একটি ওয়েবসাইটের নীরবতা


বলতে একটু পারো কেনো কবিতা ছাপতে ভয়?
কবিতা ছাপতে গেলে কিসের সংশয় ?
সুন্দর সুন্দর ইভেন্ট এর সুন্দর সুন্দর নাম
তাতে ছাপতে কিভাবে হতে পারে এমন পরিণাম !
বই মেলায় কবিতার বই বেঁচে, বিক্রেতা অনড়
বলে " নিয়ে যান , দুটো ১০০ - এ , ছন্দ করবে ভর"
লোকেও কেনে দাড়িয়ে দাড়িয়ে , পড়ে নিতে নিতে
একটা কবিতা নাইবা গেলো সুসব্দের গীতে,
তাতে ও তো বইটা বেচবে, ছন্দের হোক জয়োগান
একটা প্রতিবাদী মনোভাব প্রকাশে তোমার ওয়েবসাইটের এতোটা কতটুকু গেলো মান ?!