একশো চিন্তা
একশো চিন্তা


চিন্তারা আসে একশো পথ বেয়ে ,
তাদের কোলাহল আমার একাকিত্বের সঙ্গী ।
টিউবের দিকে তাকানো চোখ
ধাঁধিয়ে যায় অজানা কোনো নোটিফিকেশনে ।
অরিজিতের নতুন গান ,
ই.এম.আই কাটার খবর ,
অ্যামাজনে নতুন অফার ,
ইত্যাদি জানিয়ে যায় ওরা ।
কখনো তাও দেখি না ,
শীতের আলিস্যি জাঁকিয়ে বসে
আর আমি অতীত , বর্তমান তোলপাড় করি
ভবিষ্যতের দোরগোড়ায় পুঁজি করবো বলে ।
কাজ নিয়ে মেতে রই এমনিক্ষণে ,
তবে অবসরে নিজেকে প্রচুর প্রশ্ন করি ?
যা করছি তা কি ঠিক ?
যা ভাবছি তা কি ঠিক ?
সুযোগের হাতছানি পাওয়া ভ্রমর
কবে মুষড়ানো কলির বুকে বসে ?
কিন্তু তবু কিছু আপসোস থেকে যায় ।
যা আসবে কাল তাকে কি সামলাতে পারবো ?
এগুলো নিরাকার ভাবনা না আকার আছে ?
চিন্তাদের বলিহারি ! অস্থির হয়েই বসে |
কবে অলস মাথায় চেপে বসবে ...