STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Tragedy Classics

4  

Kausik Chakraborty

Abstract Tragedy Classics

একরোখা নজরুল

একরোখা নজরুল

2 mins
205


(১)

ধূমকেতু কেড়ে এনে ঝুলিয়ে দেয়া গেছে বারান্দার কার্নিশে

চুঁইয়ে পড়া আলোর গভীরে নির্লিপ্ত আরশিনগর... 

বিপরীতে হেঁটে যাবার আগে নিজেকে ভিজিয়ে নেবার প্রতিযোগিতা 

আজ কেউ তুলে এনেছে একটানে লুটিয়ে পড়া একখণ্ড চুরুলিয়া

দুখুর শূন্যস্থানটুকু ভরাট হবার আগেই মেতে উঠেছে শহর

দেয়ালে ফুলের আড়ালে যে রোদ্দুরের সহাবস্থান 

তার ভিতরঘরে নাড়া দিয়ে গেছে সৃষ্টিছাড়া চৈতী হাওয়া।


(২)

এযাবৎ নজরুল সন্ধ্যায় প্রথমে কবিতা পড়তে উঠতো যে মেয়েটা 

আজ দর্শক আসনে তার লেশমাত্র নেই-

বরং পড়ে আছে

প্রত্যেকটি নীরব কবিতাপক্ষে তার দিকশূন্য অনুভব

ও প্রতি জন্মে সাক্ষী দিয়ে যাওয়া নির্ভেজাল সাম্যবাদ-

আজ মঞ্চের ডানদিকে যে ছবিটায় মালার পরিবর্তে পরানো আছে কামাল পাশার নির্জনতা

আনাচেকানাচে তারই ভরকেন্দ্র হিসাবে প্রচারিত হয়েছে 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত সমাধিপ্রাঙ্গন।


(৩)

লিচু চোরের দল আজ আর লুকোনোর ঘর খোঁজে না প্রতিদিন

অভুক্ত মশালের কানায় প্রতিষ্ঠাও করা হয় না প্রতিবাদের মিছিল...

তবে কে এসে রোজ খবর নিয়ে যায় ঠারেঠোরে 

কে পা বাড়িয়ে ঢাকার রাজপথে প্রতিষ্ঠা করে দীর্ঘতর নেতৃত্বের শ্লোগান-

আজ সময়ের গা ঘেঁষে বিদ্রোহীর যুদ্ধসাজ, প্রলয়োল্লাস

ইতিউতি পড়ে থাকা দৃষ্টির দানা কুড়িয়ে অন্ধত্বে বাজি ধরছেন একরোখা নজরুল।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract