একলা সময়
একলা সময়
আমায় নইলে একলা সময় কেমনে কাটায় বেলা,
আমায় নইলে তার পরিচয় মেঘে মেঘে করে খেলা।
স্নিগ্ধ বাতাস জুড়ায় প্রাণে,
মাঠ ভরা কাঁচা পাকা ধানে,
শরতের ওই গোপন কোণে শুভ্র মেঘের ভেলা ,
আমায় নইলে একলা সময় সয় গো অবহেলা ।
একলা সময় কেমন করে স্পর্শ করে আকাশ,
কেমন করে বা হর্ষে ভরে সূতল শীতল বাতাস ।
সঙ্গে যদি না থাকি তার,
বন্যা খরায় হয় মুখভার ,
একলা সময় গুমরে মরে দু:খ পাকায় ঢেলা,
তার সুখের বেলায় করে খেলা জরা ব্যাধির মেলা।
আমায় নইলে একলা সময় কেমনে করে জয়,
দু:খেরা সব তেড়ে আসে ; দেখায় শতেক ভয় ।
একলা সময় কেমন করে,
চোখের জলে ভূবন ভরে,
কেমন করে স্তব্ধ করে দাবদাহের খেলা,
আমায় নইলে একলা সময় মাটির একটি ঢেলা ।
**************************************************
