এখনো এমন হতে হতে
এখনো এমন হতে হতে
কখনো এমন হতে হতে
মনে হয় কি যে ভুল হয় ঢের বেশি
হারিয়ে যাওয়া সময় শুধু বদলে দেয় জীবন
প্রকৃতি প্রেম ভালোবাসা নিঃশ্বাস ফেলে
পাথরের ক্ষয়ে যাওয়া হৃদয় জুড়ে।
কখনো ভাবিনি এমন হবে
কেনোই বা এমন হয়
তবুও খুঁজে পাওয়া যায় না যা চাওয়ার মতো
এভাবেই এগিয়ে গিয়ে বেঁচে থাকতে হয়
পুরুষের সক্ষমতা বাড়াতে নেই
বিরহ নিয়েই যা কিছু পাওয়ার তা
ডুবাতে হয় নাইলে ভাসাতে হয় চির কালে।
এই যে স্যাটেলাইটের দুনিয়া
তবুও আমার ভাবনার জগৎকে খুঁজে পেতে গেলে
শতবর্ষ পরে নতুন দুনিয়ার মানচিত্র তৈরি করতে হয়।
