AYAN DEY

Romance

2  

AYAN DEY

Romance

এখন সম​য় হলো

এখন সম​য় হলো

1 min
430


তোমার অন্তহীনের লালে

বিষের নেশায় জ্বলছি সারাক্ষণ;

তোমার আগুন খেলা ধূসর এসময়,

খেলাধুলোয় মিশছি অকারণ।

ভাবনা তারার মতো জ্বলে,

তোমার আকাশে এখন উল্কা জ্বলে যায়।

ধরফড়ানি বুকে আলোর বিছানায় 

তোমায় খাঁচায় পাখি করে যায়।

মিছরি ছুরি বুকের ওপর চললো বেসামাল,

আবদারেতে ঠোঁটের ভুলে বুনছি মায়াজাল।

চোখের কোণে দুলছে দখিন হাওয়ার খেলনা ওই,

মুখস্থ আর হচ্ছে না এই পারদচ​ড়া বই;

এখন সম​য় হলো, ফিরে এসো,

শুয়ে পড়ো এই বুকেতে।

এখন সম​য় হলো, সাম​য়িকই;

মিশে যাও আমার এই মুখেতে।

তোমার কালোয় বাঁধা জুঁইয়ে

অস্থিরতায় মাদক ভরে দিও ক্ষণ।

আমার বোতাম দামি সুতোয় আটকানো,

তবুও তোমার দাঁতের প্রয়োজন।

মনের ট্রাফিকগুলো সবুজ

সংকেতে আর আপসোসে ব্যস্ত সারাক্ষণ।

মিষ্টিপাপের জলে ভিজিয়ে রাখি গা,

জমলে আগুন, শিখায় উড়বে মন।

দারুণ করে আন্দোলনে দাপাও নিঃশ্বাসে,

ছ​ড়িয়ে দিও টুকরোগুলো একই বিশ্বাসে।

বিকেলঘ​ড়ির ফাঁসে তোমার কপালচেড়া ঘাম,

মিটিয়ে দিল চোরাগলির টাইটানেরই দাম।

এখন সম​য় হলো, ফিরে এসো,

শুয়ে পড়ো এই বুকেতে।

এখন সম​য় হলো, সাম​য়িকই;

মিশে যাও আমার এই মুখেতে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance