এখন সময় হলো
এখন সময় হলো
তোমার অন্তহীনের লালে
বিষের নেশায় জ্বলছি সারাক্ষণ;
তোমার আগুন খেলা ধূসর এসময়,
খেলাধুলোয় মিশছি অকারণ।
ভাবনা তারার মতো জ্বলে,
তোমার আকাশে এখন উল্কা জ্বলে যায়।
ধরফড়ানি বুকে আলোর বিছানায়
তোমায় খাঁচায় পাখি করে যায়।
মিছরি ছুরি বুকের ওপর চললো বেসামাল,
আবদারেতে ঠোঁটের ভুলে বুনছি মায়াজাল।
চোখের কোণে দুলছে দখিন হাওয়ার খেলনা ওই,
মুখস্থ আর হচ্ছে না এই পারদচড়া বই;
এখন সময় হলো, ফিরে এসো,
শুয়ে পড়ো এই বুকেতে।
এখন সময় হলো, সাময়িকই;
মিশে যাও আমার এই মুখেতে।
তোমার কালোয় বাঁধা জুঁইয়ে
অস্থিরতায় মাদক ভরে দিও ক্ষণ।
আমার বোতাম দামি সুতোয় আটকানো,
তবুও তোমার দাঁতের প্রয়োজন।
মনের ট্রাফিকগুলো সবুজ
সংকেতে আর আপসোসে ব্যস্ত সারাক্ষণ।
মিষ্টিপাপের জলে ভিজিয়ে রাখি গা,
জমলে আগুন, শিখায় উড়বে মন।
দারুণ করে আন্দোলনে দাপাও নিঃশ্বাসে,
ছড়িয়ে দিও টুকরোগুলো একই বিশ্বাসে।
বিকেলঘড়ির ফাঁসে তোমার কপালচেড়া ঘাম,
মিটিয়ে দিল চোরাগলির টাইটানেরই দাম।
এখন সময় হলো, ফিরে এসো,
শুয়ে পড়ো এই বুকেতে।
এখন সময় হলো, সাময়িকই;
মিশে যাও আমার এই মুখেতে।