STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

একা একেলা

একা একেলা

1 min
250

এগিয়ে চলেছি অন্ধকার থেকে 

আরও অন্ধকারের গভীরে,

প্রবল হাতছানির অমোঘ টানে যাচ্ছি 

গভীর থেকে আরও গভীরে তলিয়ে,

বাঁচার ঠিকানা গেছে হারিয়ে, 

হাতড়ে বেড়াচ্ছি একটু আলোর আশায়!

কিন্তু ক্ষীণ আলোর দেখাও মিলছেনা 

আমার দুচোখ জুড়ে,

সব আলো আজ ঢেকে গেছে 

নিকষ কালো অন্ধকারের মোটা চাদরে,

আমি আজ বড্ড অসহায়!

পরেছি মুখ থুবড়ে!

দমকা ঝড়ের আঘাতে,

আমার খেলাঘর তাসেরঘরের

মত গেছে ভেঙ্গে পড়ে,

অথৈ সমুদ্রের মাঝখানে আছি দাঁড়িয়ে, 

দিকভ্রান্ত নাবিক হয়ে 

চেয়ে আছি আকাশের বুকে ওঠা 

উজ্জ্বল ধ্রুবতারার দিকে,

তারার উজ্জ্বলতাও আজ

মেঘের আড়ালে ঢাকা,

দিশাহীন, অসহায়, নিঃস্ব হয়ে

দাঁড়িয়ে আছি আমি একা,

এসেছি একা যাবও একা 

সবই জানে মন,

তবুও নীরবে একজন কে 

পাশে চায় অবুঝ মন,

হাত বাড়াতে চাই তার তরে,

আগলে রাখতে চাই 

ভালোবেসে অতি যত্নে,

বন্ধন জালে জড়িয়ে থেকেও

যখন শক্ত বন্ধনের জাল হয় ছিন্ন,

পিছন ফিরে চেয়ে দেখি 

আমি রয়েগেছি একলা 

কেউ নেই আমার আপনজন।


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Abstract