এক দু’জনকে ছুঁয়ে
এক দু’জনকে ছুঁয়ে
এসো চলে
দুঃখ পেলে
এক ধাপে উঠোন ফেলে
ইট পাথরের ঘরের মোহ ভুলে
বসন্ত দিনের প্রথম আলোর দোলে
মাটির কাঁটা জঙলা অবাধে ঠেলে
আরো কিছুটা পথ ভেঙে যায়
এক দু’জনকে ছুঁয়ে ।
অন্ধের মতো আঙুল রেখে
বিশ্বাসের রঙে ঠোঁট মেখে
কষ্টের আগুন নিভিয়ে দিয়ে
স্নানের ভেতর গন্ধ খুঁজে
চলে যায় দ্বীপান্তরে নিশ্বাসের নিশান্তরে
এক দু’জনকে ছুঁয়ে ।
হাতের অক্ষর হার মানলে
হঠাৎ নদির জল বাড়লে
ডুব সাঁতার দেবার আগে
বৃষ্টির ভেতর মেঘ নিয়ে
থেকে যায় অন্তরে অন্তরে হৃদয়ের জাদুমন্তরে
এক দু’জনকে ছুঁয়ে ।