এইটুকু চাই
এইটুকু চাই


চলো হেঁটে যাই আজ আমরা
সময়ের ছায়াপথে ,
সেতুবন্ধন গড়ে তুলি প্রায়
হই আজ একসাথে ;
শিখি জীবনের নতুন মানে
এই রংমলাটে -
এইটুকু চাই , এটাই তো উদ্দেশ্য ,
জীবনের বাঁধাগত থেকে বেরিয়ে
আমাদের বন্ধুত্ব ।
এইটুকু চাই , এটাই তো উদ্দেশ্য ,
বুকের পাঁজর থেকে হওয়া
আমাদের বন্ধুত্ব ।
হাতে হাত ধরে সবকিছু জয়
করি চলো বারেবারে ,
যত বাধা সব দলে দিয়ে পায়ে
ভালো থাকি চিরকালে ;
এক তুড়িতেই দুঃখ তাড়াই
বহুদূরে এক্কেবারে -
এইটুকু চাই , এটাই তো উদ্দেশ্য ,
টুকরো আলোর রেখায় হওয়া
আমাদের বন্ধুত্ব ।
এইটুকু চাই , এটাই তো উদ্দেশ্য ,
নতুন সূর্যের কথা বলবো বলেই
আমাদের বন্ধুত্ব ।