STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

3  

Nikhil Mitra Thakur

Classics

এবার পুজো

এবার পুজো

1 min
131

এবার পুজো

১৩/১০/২৪


শিউলি ঝরা পথে আলতা পায়ে শিশির মেখে 

আসবে তুমি এই বৎসর বাপের ঘরে 

সঙ্গে থাকবে লক্ষী ও সরস্বতী 

ছেলে কার্তিক আর গণেশ 

তোমায় দেখতে পেয়ে 

সবাই হবে

হাসি

খুশি 

ঘটালো যবে 

সভ্যতা মানবতা খেয়ে

ঐ হায়না দলের যোগসাজশ

রক্ত মাংসের অভয়ার চরম ক্ষতি 

সেদিন থেকে জঘন্য নৃশংসতার ঘুর্ণি ঝরে 

ন্যায় বিচারের দাবিতে জেগে আছি বিনিদ্র চোখে। 


@নিমিঠা


Rate this content
Log in

Similar bengali poem from Classics