দুয়ারে দাঁড়িয়ে
দুয়ারে দাঁড়িয়ে


মুখোস পড়ে লুকিয়ে ঘরেতে
ঠুক ঠাক শব্দেও কেঁপে উঠি,
ভাইরাস বুঝি দরজার কাছে
এসে বলে দেয় তোমার ছুটি ।
ভ্রু কুঁচকে পিছু ফিরে আসি
চক্ষু বিস্ফারিত হল আমার,
খুলবোই না ঘরের ছিটকিনি
ভাইরাস ডাকুক যত কামার ।
কভু যাবো না রাস্তার মোড়ে
বাইরে দাঁড়িয়ে আছে মরণ,
ওভাই করোনা ঘরে এসোনা
ক্ষমা চাই তোমার ধরে চরণ ।