দূরত্ব
দূরত্ব


চুপিসারে প্লাবন এসেছে
ভিজিয়ে দিয়ে গেছে সমস্ত অহংকার|
গোপন-গলিপথ, যেখানে নির্বাক উদ্ভিদ ছাড়া কেউ কোনদিন মাথা তুলে দাঁড়ায়নি
আজ বন্দীঘরের ওটুকুও খোলামাঠ|
খালি হয়ে আছে আমার সব অরক্ষিত পার্বন|
যতটুকু প্রবণতা বীজ বোনার খাতিরে চষেছিলো আবাদিজমি
যেটুকু নির্ভরতা আষ্টেপৃষ্ঠে জমিয়ে রেখেছিল শষ্যাগার|
কার্যত হিসেব চুকিয়ে ঋণের দলিল প্রকাশ্যে ছিঁড়ে তুমি হেঁটে গিয়েছিলে আলপথ মেপে
আমি ফসলের দেহ দানসামগ্রীর এজলাসে সমর্পণ করে
আয়তন আর ক্ষেত্রফল জরিপ করতে করতে সন্ধে নামিয়েছি মাটিতে ...
তখনও তুমি হেঁটে যাচ্ছ অথচ আবছা হয়ে আসছে তোমার প্রতিকৃতি;
একটা ঝাঁঝালো অন্ধকার গ্রাস করে নিচ্ছে এ জন্মে আমার সঞ্চিত ঘনত্বটুকু|
আমি উগড়ে দিচ্ছি বিষ
ব্যস্তানুপাতে তুমি পথ হয়ে গিলে নিচ্ছে ফিরতি রাস্তা।
কমে আসছে দূরত্ব...
ধীরে ধীরে গোটা পৃথিবী হয়ে উঠছে সুরক্ষিত সংরক্ষণকেন্দ্র।