দুরত্ব কমে আসছে পুলিশ-জনতার
দুরত্ব কমে আসছে পুলিশ-জনতার


শব্দ হচ্ছে
পাতা খসে পড়ার
ধীরে ধীরে
দুরত্ব কমে আসছে পুলিশ-জনতার
মানুষের হাতে ইট
পুলিশের হাতে হাতে নকল কফিন
খবর রয়েছে জমায়েতের
হিঁচড়ে ছিড়তে হচ্ছে মাদুর
জনতার হাতে লেগে আছে পোড়াদাগ
দুরত্ব কমে আসছে পুলিশ-জনতার
এবার শুধু মাটি খুঁড়ে নিয়ে
ঝুঁকে পড়ছে মাথা, কোমর
শব্দ হচ্ছে
সরীসৃপচালের
চিঠি এসেছে, প্রযত্নে অসনাক্ত লাশ
খবর ছড়িয়েছে
দুরত্ব কমে আসছে পুলিশ-জনতার
এখনো মাথা বাঁচাতে
পুলিশের ঢাল ও হেলমেটের ভাগ চায়নি জনতা
কখনোই...