Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Gopa Ghosh

Tragedy

5.0  

Gopa Ghosh

Tragedy

দুর্গা মাগো

দুর্গা মাগো

1 min
601


দুর্গা মাগো আসছো আবার,

আর কিছুদিন পরে,

এবার আমার ছোট্ট সোনা,

নেই যে আমার ঘরে।

তিন বছর ও বয়স্ তার পূর্ণ হলো না, শুধু পূর্ণ হলো ধর্ষকদের ঘৃণ্য কামনা। পাঠিও না আর মা তাকে এই পৃথবীতে , অন্য কোথাও থাকুক সোনা,

পরম শান্তিতে।


Rate this content
Log in

More bengali poem from Gopa Ghosh

Similar bengali poem from Tragedy