STORYMIRROR

Manik Goswami

Abstract Tragedy Others

3  

Manik Goswami

Abstract Tragedy Others

দুর্দশার ছবি

দুর্দশার ছবি

1 min
309


তীব্র ভূমিকম্পে কাঁপে শহরের ভূমিতল

বাড়ি হলো ধূলিকণা ।

খবর হঠাৎ - রিখটার স্কেলে সাত না আট

সেই নিয়ে আলোচনা ।

নেই জীবনের সাড়া, প্রাণের স্পন্দন;

লোহা, ইটের স্তুপে শুধুই ক্রন্দন ।


কাল পর্যন্ত্য চলছিল ঠিক,

শিশুর কান্না, বৃদ্ধের কাতরতা;

যন্ত্রের শব্দ, সীমাহীন ব্যস্ততা ।

রিকশার টুং টাং, পায়ে চলার ধ্বনি;

পাখির কলরব, বাসের তীক্ষ্ণ সতর্ক বাণী ।

আজ শান্ত, শুধুই নীরবতা ।


সাজানো শহর, কর্মমুখরতা;

দৈন্যের সাথে বিলাসিতা,

উদ্দীপনার সাথে অক্ষমতা;

চমৎকারিতার সাথে অস্থিরতা ,

সব ছিল - আজ আর নেই ।

প্রকৃতির খেলা - সমাধি কম্পনেই ।

আনন্দঘন মুহূর্ত পেরিয়ে

আজ জীবনের শেষ দিন,

সমাজ প্রাণহীন ।

জাতপাত ছেড়ে একই মাটিতে লীন ।

বিবাদ হারিয়ে শুধুই সংবাদ ।

রেডিওতে শোক গাঁথা,

দূরদর্শনে বাঁধা ছবি, আর্তের ক্রন্দন ।


সাহায্য চাই - চাই যে তোমার দান ।

রাজ্ কোষাগারের বাড়িয়ে তোলো মান ।

আমি রাজা - কর্তব্য পরায়ন ।

আমার চোখের দিগন্ত জুড়ে আলো ।

বিলি-বণ্টনে আমার মতে চলো ।

প্রচার করো পাথর বসিয়ে বুকে -

মরেছে যারা ফিরবে না তো আর -

রইলো যারা থাক না একটু সুখে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract