দুঃখ সুখের এই জীবন
দুঃখ সুখের এই জীবন
মুখে হাসি , কত সুখি
সুখের যেন নেই কো শেষ
হৃদয় মাঝে দিলে উঁকি
দেখতে পাবে দুঃখের রেশ ।
উপর থেকে দেখলে তুমি
দেখবে খোলা নীল আকাশ
ভিতর দিয়ে দেখো যদি
দেখবে গুমট মেঘের রাশ ।
বেঁচে থাকার এটাই মানে
শুধুই কাটে অভিনয়ে
দুঃখ টাকে লুকিয়ে রেখে
সুখ সাজানো দুই নয়নে ।
বৃষ্টি ভেজা দিনের শেষে
উদাস যেমন হয় যে মন
তেমনি চলবে হেলে দুলে
দুঃখ সুখের এই জীবন ।
