দুগ্গা এলো ৷
দুগ্গা এলো ৷


তোদের ঘরে দুগ্গা এলো,
রঙ্গীন ডাকের সাজ I
নতুন জামা এলো মেলো;
বাকি কত কাজ I I
পথের ধারে আমার ঘরে
মায়ের দেখা নাই;
থালা বাসন মাজলে পরে
এক বেলা ভাত খাই I I
তোদের ঘরে দুগ্গা এলো,
(মায়ের) কি সুন্দর মুখ !
বাচ্চা বুড়ো দেখতে গেল
ভুলে সকল দুখ I I
আমার অ্যাসিড পোড়া মুখের জ্বালা -
খোঁজে বীভৎসতার মানে,
পোড়ায় যারা পরায় মালা ;
আমি ঘরের কোনে I I
তোদের ঘরে দুগ্গা এলো,
সঙ্গে ছেলে মেয়ে -
দশ হাতে মা আগলে রাখে
ভরসা বরাভয়ে I I
আমার শরীর দুমড়ে গেল
টিউশন এরই পথে
কোন দুগ্গা পূজা নিলো
এ ধর্ষিতার হাতে !!
তোদের ঘরে দুগ্গা এলো
সাজা বরণ ডালা;
মহালয়া শিউলি ফুলে
খুশি আগল খোলা I
তোদের ঘরের দুগ্গা গেলো -
আসার আগেই মরে;
মায়ের জাতে জন্ম নেয়ার
ইচ্ছা মনে ধরে I I