দিশারী ১
দিশারী ১
নবজাগরণের দূত তুমি
জ্বালিয়েছো নব আলো
তুমি জগতের পরিত্রাতা
দুর করেছ ভেদাভেদের মেঘ কালো।
তোমারই জন্য মানবের স্থান
দেবতার দরবারে,
তোমারই জন্য আজও মানুষ
মরেও বাঁচতে চায় বারে বারে।
তোমার চরণে গড় করি প্রভু
লহ মোর এ অঞ্জলি
আমার প্রতি থাকে যেন
সর্বদা তোমার কৃপাঞ্জলি।