দিশাহীন
দিশাহীন
স্বপ্নেরা আজ হানা দেয়
উদাসী দুই চোখে,
চোখের জল শুকিয়ে গেছে
অজানা কোন দুখে।
ব্যাথারা আজ অনুভূত হয়না
হৃদয়ের গভীরে,
মন কেমনের আগুন জ্বলতে
থাকে দাউদাউ করে।
সমস্ত উজ্জল স্মৃতিরা
পুড়ে হয়ে যায় শেষ,
শুধু কষ্টের মুহুর্তরা দেয় উঁকি
থেকে যায় শুধু মন খারাপের রেশ।
ছুটে চলি আমি চোরাবালির
অমোঘ টানে,
প্রতিধ্বনিত হতে থাকে হাজার
হাজার অপমান আমার কানে।
আমি ছিলাম তোমার কাছে
শুধুই কি খেলনা?
তার উত্তর আজও আমার হয়নি জানা।
আমার স্মৃতি আজ পড়ে আছে
হয়তো তোমার মনের আস্তাকুঁড়ের
কোন এক কোনে,
এখন আর নেই কোন অদৃশ্য সুতোর
বাঁধন তোমার আমার মাঝখানে।
জানিনা সঠিক অপরাধটা কি বা কার!
ছিঁড়ে গেছে আজ হৃদয় বীণার
প্রতিটা তার।
সুর গুলো সব গেছে আজ হারিয়ে,
ভালোবাসাও চাপা পড়ে গেছে আজ
বিশ্বাসঘাতকতার মোটা চাদরে।
ভেসে যায় স্রোতের টানে খরকুটোর
মত পাইনা সঠিক কিনারা,
তিরে এসেও আমার জীবন তরী
আজ যেন গন্তব্য ছাড়া।

