দিন ফুরালে
দিন ফুরালে


ছন্দবদ্ধ চিরবিশ্বাসী স্পন্দনও যাবে থেমে;
সকল আলো নিভবে তখন, আঁধার আসবে নেমে৷
আত্ম-চিন্তা মগ্ন জীবন বৃথাই অতিক্রান্ত;
গতানুগতিক অতিবাহনে হচ্ছে কেবল শ্রান্ত৷
আমার আমির বাইরে আছে বৃহত্তর আমিটা
তল পাওয়া তার কঠিন, তবু ভীষণ রকম দামী তা৷
বিত্ত, যশ আর রূপের মোহে মোহাচ্ছন্ন বাঁচা;
কাটছে জীবন;কিন্তু তারই ভিত্তিটাই যে কাঁচা!
ক্ষণিকের এই রঙ্গমঞ্চে কিছুকাল অভিনয়৷
কালের নিয়মে মুছে যাবে সবই, হারাবে সে পরিচয়!
হিংসা-বিবাদ মন কষাকষি থাক না দূরে সরে৷
সময় অল্প; জীবন উঠুক আনন্দতেই ভরে৷
ফুরালে সময় মাটি হবে সব, অথবা যাবে যে পুড়ে!
কর্ম কেবল রবে অক্ষয়, সকল হৃদয় জুড়ে৷