দীর্ঘশ্বাস
দীর্ঘশ্বাস
Week- 32
দীর্ঘশ্বাস
মানিক চন্দ্র গোস্বামী
আমি আগন্তুক, আমি ধন্য হলাম,
পৃথিবীর বুকে আমি জন্ম নিলাম।
চোখে নিয়ে একরাশ অপার বিস্ময়,
নতুন জগৎ লাগে বড় মোহময়।
ধীরে ধীরে গা ভাসালাম মায়ার সংসারে,
বাস্তব পৃথিবী যেন গলা টিপে ধরে।
দিবানিশি খুঁজে ফিরি পথ চারিদিক,
সময়ের খরস্রোতে ভুলে গেছি দিক।
তোমার কল্পনাতে ভেসে উঠি মনে,
আগন্তুকে বিশ্বাস রাখিবে কেমনে।
দীর্ঘশ্বাস দীর্ঘ হবে রাতের গহীনে,
তীরেই তরী নিশ্চল রয়, ভাসে না ভাটার টানে।
বহুদূর পথ পাড়ি দিয়ে শেষে,
উদাত্ত কণ্ঠে বলে যাই অক্লেশে,
সৃষ্টি নিজের বাসভূমিকে, দিয়েছে নরক রূপ,
অনাচারের ঘেরাটোপে প্রতিবাদী মুখ চুপ।
পৃথিবীর এই সুবিশাল কারাগারে,
বন্দিরা শুধু কপাল চাপড়ে মরে।
অলীক আশায় জীবনের ছন্দ খোঁজে প্রাণ,
করুন সুরে বেজে চলেছে হেরে যাওয়ার গান।
