ধরণী
ধরণী
1 min
1.3K
রাখব যত্নে এ ধরণী,
রাখব যত্নে এ নীলাকাশ।
পাতব গালিচা এ মাটিতে,
তাতে রইবে ফুল আর ঘাস।
প্রাণ ভরে শ্বাস নেবে
কত পশু আর পাখি,
কল্ কল্ রবে ঝর্ণা বইবে
জুড়াবে মোদের আঁখি।
শন্ শন্ রবে বইবে বাতাস,
কলুষতাহীন এ ধরা-
নতুন চক্ষে দেখব মোরা
এ ভুবন মনোহরা।