ধর্মের দোহাই
ধর্মের দোহাই
মরতে হলে মরব কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
বাঁচতে হলে বাঁচব কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সব জীবে প্রেম ভালবাসা রাখব
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সব মানুষ আলাদা আলাদা ছাতার নীচে
এক উৎসবে মাতব কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সততা বাজারে বেচা কেনা করব
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয় ।
উপনিষদ, গীতা, কোরান, বাইবেল,
একদিন পড়ব
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয় ।