ধর্ম নিরুপায়
ধর্ম নিরুপায়


প্রমাণ ছিলো আমার হাতে ,
বাঁচার মতো অজুহাতে ;
শাপের শিকল তবুও আটকে যায় ।
মিথ্যে বলছে জীবন পাখি ,
ভাইরাসে ঠিক আটকে রাখি ,
খোলস খুলেই স্বর্গ দেখতে পায় ।
এ কি অর্থহীনের রাজ্য ,
যেন সবকিছুই শুধু বাহ্য ,
তবুও মিলতে হয় , মিলতে হয়
মিলতে হয় সবসময় -
কান্নাহীন চলছে দিন
যদিও দেখছি অসহায় ।
কারণ হাত ধরে বন্ধুরা
আজ যে ধর্ম নিরুপায় ।
মড়কে মুড়ে এইভাবে
দেখছি জীবন কেনা দায় ।
তবুও হাত ধরে আজ বন্ধুরা ,
কারণ ধর্ম নিরুপায় ।