ধরিত্রী মাতা
ধরিত্রী মাতা
হে ধরিত্রী, তুমি নারী স্বরূপা
জীবজগৎকে করছো নিজ গর্ভে ধারণ ,
কে বলে তুমি বন্ধ্যা
তুমিইতো সকল মাতৃত্বের মূল কারণ ।
সকল জীবজগৎ
পশু - পাখি - মানবজাতি
তোমারই পথের অনুগামী ,
সকল গর্ভের প্রাণসঞ্চার
এক একটি প্রজন্ম খুব দামী ।
তোমার কোলে জন্ম সবার
তোমার কোলেই মরণ ,
তোমার জন্যই সদর্পে
জীবজগতের স্মৃতিচারণ ।
রোদ - বৃষ্টি - ঝড়-ঝঞ্জা
নীরবেই যাও সয়ে ,
তোমার জন্যই সকলের জীবন
নিশ্চিন্তে যায় বয়ে ।
