ধরা_আজ
ধরা_আজ


বৈশাখ, পৃথিবী আজ জরাগ্রস্ত।
তার শ্রেষ্ঠতম জীবেরা আজ পরাক্রান্ত।
এক অদেখা বিষ, ক্ষুদ্রাদিক্ষুদ্র জীব
শাসিয়ে বেড়াচ্ছে তার আতঙ্কিত ছোঁয়ায়।
আজ আমরা ঘরবন্দী, আমাদের মন খাঁচাবন্দী পাখি।
বৈশাখ, তুমি কি মনে মনে খুশি?
তোমার কালের চক্রে অজস্রবার-
যে ধরিত্রীকে ধুঁকতে দেখেছো সভ্যতার জাঁতাকলে,
যার পায়ের নিচে পিষেছে চারপেয়ে প্রাণীরা,
তার ক্ষমতার দর্পে গলেছে হিমালয়-
শুকিয়েছে জলের ধারা, হারিয়েছে প্রাণসঞ্চার-
তারা আজ স্বস্তিতে মাথা রাখে বসুধায়।
তোমার দাপটও হয়তো কমবে তাদের খুশিতে।
তোমার রুক্ষতায় হবে না খরা আর-
সবুজে ঢাকা বন ভরে উঠবে মুকুলের মৌ-ঘ্রাণে।
তোমা
র কর্কশতা ভেদ করেও কোকিল ডাকবে,
কালবৈশাখীর দাপট হয়তো কম হবেখানিক।
কিন্তু, আমার চারিদিকে মৃত্যুমিছিল, যন্ত্রণা, আতঙ্ক।
আমরা চোখ বুজে সুখবরের স্বপ্ন হাতড়াই।
তুমি কি আনবে না সে বারতা!
দূর করো ভয়, মুক্ত করো আমাদের শৃঙ্খল-
আমরা শ্রাবণের ধারার সাথে ঝরতে চাই!
কথা দিচ্ছি!আর ভুল হবেনা।
ধর্ম নিয়ে খেলা, রাজনৈতিক চুলোচুলি,মাটি, আকাশ,
সমুদ্দুর নিয়ে দখলদারি-আর হবে না, দেখো।
আমরা প্রকৃতির মান ভাঙাবোই,তারপর আসছে বছর-
তোমায় সাদা-লালে সাজাবো, কবিগুরুর সুরে গাইবো-
"...বৎসরের আবর্জনা-দূর হয়ে যাক,যাক, যাক-
এসো, এসো...এসো হে বৈশাখ...এসো এসো।"