ধ্বংস এবং ক্ষতি
ধ্বংস এবং ক্ষতি


সেদিনের সকালটা ছিল আজকের
মতোই সোনালী রঙা ,
সেদিন ও অফিস যাওয়ার তাড়াহুড়োতে
হাত নেড়ে বিদায় জানিয়েছিল
অপেক্ষা ..
সেদিনের বিকেলটাও ছিল একটু ভালোবাসা
আর অনেকটা মান অভিমানের আর ,
সন্ধ্যে ছিল অপ্রত্যাশিত উদ্বেগ , চাঞ্চল্য
হাহাকার , কষ্ট , কান্না আর
রক্তের ...
কারণ সেদিন ছিল আজকের মতোই ২৬ /১১
অশিক্ষা সেদিন থাবা বসিয়েছিলো
সভ্যতার শান্তিতে -
লক্ষ নিরীহ প্রাণ শেষ নিঃশ্বাসে
ছিল অসহায় -
অজ্ঞানতার অন্ধকার জোড়ালো আলোর
সামিয়ানা নিমেষে বুজিয়ে দিয়ে
গেয়েছিল দানবের জয়গান ..
কিন্তু সেদিন অন্ধকার হাতড়ে
লড়াই করা কিছু অস্তিত্ব বুঝিয়েছিল
অশিক্ষার অরাজকতায় অন্ধকার
এক বিষদাঁত -
যা আজও আমরা উপড়ে ফেলতে জানি l
সেই জানানোর দিনটাও ছিল আজকের মতো
২৬ /১১