দেখছি মরণ আমার রোজ
দেখছি মরণ আমার রোজ


দাঁড়িয়ে আছি আমি লোভীর মতো রাতভোর
ধরলো বুঝি একফালি ধানীরোদ কাঁখে তোর
দেখছি মরণ আমার রোজ ।
অবুঝ বাচ্চার মতো ছুটে ছুটে আসি কোলে তোর
সকাল সন্ধ্যে খেতে তোর হাতে মাখা গন্ধের আদর
দেখছি মরণ আমার রোজ ।
হাত বাড়িয়ে দিলে জানি বলবি কি চাই তোর ভিখ
কাল কোন পুরুষের নষ্ট লোভের খাদে পড়বি ঠিক
দেখছি মরণ আমার রোজ ।
আজ হাওয়ার পারদ মেখে গুনগুনিয়ে যায় দুষ্টু ভ্রমর
দেখ তোর রূপে পাগল আমি আমি সত্যি প্রেমী তোর
দেখছি মরণ আমার রোজ ।
r>
সুখ দুঃখ নিয়ে দেব দেবী যে যার বাঁধে নিজের ঘর
পাড়াপড়শি বলছে তুই হবি রানী পাবি রাজার ঘর
দেখছি মরণ আমার রোজ ।
শিবরাত্রির উপোস করে মনের মতো জুটবে তোর বর
দেখ শিব গাঁজা খেয়ে নেশার ঘোরে আছে সারা বছর
দেখছি মরণ আমার রোজ ।
আজ ভাসিয়ে দিলি নাবাল জলে কাগজের নৌকো তোর
লিখে তোর মনের গোপন কথার ব্যথা পেলি কি উত্তর
দেখছি মরণ আমার রোজ ।
আকাশ ভরে চাঁদ উঠলে দেখি লজ্জার লালে মুখ তোর
পাস ফিরিয়ে যাস চলে লুকিয়ে ঘরের দুয়ার আঁটা তোর
দেখছি মরণ আমার রোজ ।