দেখা
দেখা


CCD তে মুখোমুখি কফির কাপ হাতে
তাকিয়ে আছি তোমার মুখের দিকে,
অনেকটা পথ আলাদা ভাবে পেরিয়ে এসেছি
নির্লিপ্ত ভাবে তাকিয়ে আছ আমার মুখের দিকে,
আগে কত আবেগ ছিল ওই চোখ দুটোতে
এখন সেই আবেগটাই নিরুদ্দেশ হয়ে গেছে
আগে ছিল পথ হারানোর ইচ্ছে
এখন পথকে হারানোই উদ্দেশ্য
ভাবিনি আবার কোনদিন দেখা হবে
কোনও ইচ্ছে , কোনও অবাধ্যতা ছাড়া।
ঘড়িটা উদ্দেশ্য ছাড়া চলে যাচ্ছে
আশেপাশের লোকজন নিস্তব্ধতাকে প্রতিমুহূর্তে ভেঙ্গে দিচ্ছে
আগে বলার মতো কত কথা ছিল
আজ সব কথাগুলোই না বলা।
সময় শেষ হয়ে আসছে, মুহূর্তগুলো আজ অর্থহীন
শেষ মুহূর্তে দুটি কথা চারদিকে ভেসে বেরাচ্ছে
“আবার দেখা হবে।“