দেবলীলা
দেবলীলা


Week-3
দেবলীলা
মানিক চন্দ্র গোস্বামী
ভগবান তুমি জানো কত লীলা,
ভক্তের সাথে খেলো লুকোচুরি খেলা,
দৃষ্টি সুমুখে দেখিনা তোমায়।
কখনো কাঁদাও তুমি কখনো হাসাও,
সুখের মাঝেই তুমি দুখেরে জাগাও,
অনুভবী মনটি ভাসে দুরাশায়।
মানস সরোবরে ঢেউ তোলো তুমি,
খেলা করে আশা, ইচ্ছে ওঠেনামি,
মঙ্গল অভিলাষ স্নেহ আশীর্বাদে।
হাতে বাঁধা অদৃশ্য সুতোর টানে,
চক্রাকারে ঘুরছি মোরা নিখিল ত্রিভুবনে,
অস্থির অন্তর নিরর্থক সংবাদে।
পূর্ণতা না পেলে কামনা বাসনা,
আক্ষেপে মনে হয় বৃথা আরাধনা,
হতাশায় বাজে করুণ সুরধ্বনি।
তবু আশা রাখি তোমার করুণায়,
চলার পথে পাবো সকল প্রেরণায়,
উপাসনার মাধ্যমে সুখেরে সন্ধানী।