ডায়েরির প্রথম পাতা
ডায়েরির প্রথম পাতা
ধুলো ঝেড়ে পুরোনো বইয়ের তাক,
নতুন করে সাজিয়ে রাখার সময়
হাতে এলো মলাট খোলা খাতা,
বাবার পুরোনো ডায়েরি মনে হয়।
মাকে ডেকে জিজ্ঞেস করে বলি,
এইটা হয়তো বাবার জরুরি খাতা,
তোমার দেখে লাগতে পারে ভালো,
হয়তো লেখা পুরোনো দিনের কথা।
মা বললেন, বাবার ডায়েরি হলেও
বাবার লেখা একটি কথাও নেই,
সবই নাকি আমার আঁকিবুকি,
প্রথম ধাপে লেখার শিক্ষাতেই।
মায়ের কাছে ভীষণ দামি স্মৃতি;
আজকের দিনে অনেক মূল্য তার,
চোখে ভাসে অতীতের দিনগুলো,
সোনায় বাঁধানো স্বপ্নের সংসার।
প্রথম পাতায় কাঁচা হাতে লেখা,
কালি পেনে আঁকা ছোট্ট শব্দ, 'মা';
লিখতে শিখে প্রথম ডায়েরি লেখা,
আমার প্রথম দিনের শিক্ষার নমুনা।
